প্রযুক্তি ডেস্ক:
ভারতীয় ব্যবহারকারীদের প্রোফাইল পিকচারের জন্য নতুন সুরক্ষা ব্যবস্থা আনছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। ব্যবহারকারীদের ছবি কপি, শেয়ার ও অপব্যবহার ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ব্যবস্থায় যেসব ব্যবহারকারী তাদের প্রোফাইল পিকচার সুরক্ষিত করবেন তাদের ছবি অন্য কেউ শেয়ার বা ডাউনলোড করতে পারবে না। সেই সঙ্গে অপরিচিতরা ছবিতে নিজেদের ট্যাগও করতে পারবে না।
এই ব্যবস্থা যারা ব্যবহার করবেন তাদের প্রোফাইল পিকচারের চারপাশে একটি নীল সীমানা দেখানো হবে। সেইসঙ্গে অন্তত অ্যান্ড্রয়েডে ‘যেখানে সম্ভব’ সেখানে প্রোফাইল পিকচারে স্ক্রিনশট নেওয়াও ঠেকানো হবে বলে জানিয়েছে ফেইসবুক।
সোশাল জায়ান্টটির পক্ষ থেকে বলা হয়, দেশের কিছু নারী ইন্টারনেটে তাদের ছবি আপলোড করেন না- ভারতের সামাজিক ও নিরাপত্তা সংগঠনগুলোর কাছ থেকে এমন তথ্য পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সংগঠনগুলোর সঙ্গে মিলে এই টুলগুলো বানানো হয়েছে।
সূত্র: বিডিনিউজ।