অর্পন বড়ুয়া:
রামুতে অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতির সম্মুখিন হয়েছে জাহেদ পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন সেন্টার। গত শনিবার (২৪ জুন) রাত ২টার দিকে উপজেলার বাইপাস মসজিদ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
জাহেদ পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন সেন্টারের মালিক জসিম উদ্দিন জানান, অগ্নিকান্ডে তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা নগদ ৫ লাখ ৩৭ হাজার টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল পুঁড়ে ছাই হয়ে গেছে। ব্যবসা-বাণিজ্য সবকিছু হারিয়ে পথে বসতে হয়েছে বলে জানান দূর্ভাগা এ ব্যবসায়ি।
প্রত্যক্ষদর্শী জিহাদ আকবর মেমোর জানান, পার্শ্ববর্তী জননী শিমুল তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।
মেমোর বলেন, জাহেদ পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন সেন্টারে মজুদ রাখা মুরগীর খাদ্য, মেডিসিন ও নগদ টাকা, খাতা-পত্রসহ বিভিন্ন দালিলিক কাগপত্র পুঁড়ে ছাই হয়ে যায়।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে ব্যবসায়ি জসিম উদ্দিন।