সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালকের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে কঠোর আন্দোলনের দিকে যাচ্ছেন কক্সবাজার বেতারের বিভিন্ন বিভাগের শিল্পীরা।
আঞ্চলিক পরিচালক মো.হাবিবুর রহমান ও তার সহযোগী মোসলেহ উদ্দিনের অপসারণ এবং এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবিতে ইতিমধ্যে নানা কর্মসূচি ঘোষনা করেছে শিল্পীদের সংগঠন কক্সবাজার বেতার শিল্পী ঐক্য পরিষদ।
এ ধারাহিকতায় কাল রোববার (২জুলাই) সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন,জেলাপ্রশাসককে স্মারকলিপি প্রদানসহ নানা প্রতিবাদী কর্মসূচীর গ্রহন করা হয়।
গত বৃহস্পতিবার (২৯ জুন) বিকালে কক্সবাজার শহরের লালদীঘির পাড়স্থ জেলার প্রাচীন সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সংগীতায়তনের কার্যালয়ে বেতারের সকল বিভাগের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব প্রতিবাদী কর্মসূচী গ্রহন করা হয়।
বেতার শিল্পী ঐক্য পরিষদের আহবায়ক ও বেতারের সংগীত প্রযোজক অধ্যাপক রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বেতারের নাট্য প্রযোজক জসীম উদ্দিন বকুল,নাট্য প্রযোজক স্বপন ভট্টাচার্য্য, সংগীত প্রযোজক বিভাস সেন গুপ্ত জিগমী, দ্বীপলাল চক্রবর্তী, সংগীত শিল্পী শাহা আলম (আলম শাহ),আব্দুল মতিন আজাদ, কক্সবাজার সাংস্কৃতিক জোটের সভাপতি ও বেতারের নাট্যশিল্পী সত্যপ্রিয় চৌধুরী দোলন,নাট্য শিল্পী পরেশ কান্তি দে,সুশান্ত পাল বাচ্চু, অনুষ্ঠান ঘোষক নাজমুল করিম জুয়েল,নীলোৎপল বড়ুয়া,সুনীল বড়ুয়া,তৌফিকুল ইসলাম লিপু, যন্ত্র শিল্পী তালেব মাহমুদ, সংগীত শিল্পী দেলোয়ার হোসেন,বনানী চক্রবর্তী,লায়েক হায়দার,রূপম কুমার সুশীল,মেঘলা দেব,ফাল্গুনী দাশ,অজয় মজুমদার প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি কক্সবাজার,রামু,চকরিয়া ও মহেশখালীতে অনুষ্টিত চারটি বহিরাঙ্গন অনুষ্ঠান এবং মে ও জুন/১৭ দুইমাসের শিল্পী সম্মানী নিয়ে বর্তমান আঞ্চলিক পরিচালক পুকুর চুরির ঘটনা ঘটিয়েছেন। চারটি অনুষ্ঠানে তিন লাখটাকাও খরচ না করে শিল্পীদের স্বাক্ষর নকল করে নামে বেমানে সাড়ে ১৮ লাখ টাকা বিল করেছেন।
এছাড়াও মে-জুন মাসে হাতেগুনা মাত্র কয়েকটি রেকডিং করে শত শত শিল্পীর স্বাক্ষর জাল করে প্রায় সাড়ে ১৯ লাখ টাকার ভুয়া বিল করে ওই টাকা আত্মসাৎ করছেন বেতারের দুর্নীতিবাজ আঞ্চলিক পরিচালক হাবিবুর রহমান। এমনকি এসব ভুয়া বিলে মৃত,প্রবাসী, শিলপী,কারাগারে অন্তরীণ ব্যক্তিওবাদ যায়নি।
এছাড়া সভায় বেতারের নানা অনিয়মের চিত্র তুলে ধরে দুর্নীতিবাজ আঞ্চলিক পরিচালক মো. হাবিবুর রহমান ও তার সহযোগী একান্ত সহকারী মোসলে উদ্দিনের অবিলম্বে অপসারণ এবং এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান শিল্পীরা। এবং ঘটনার সুষ্ঠু প্রতিকার না পাওয়া পর্যন্ত নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্দোলন চালিয়ে যাবার প্রস্তাব করেন বেশিরভাগ শিল্পী।
এ প্রসংগে সংগঠনের আহবায়ক অধ্যাপক রায়হান উদ্দিন ও কর্মকর্তা জসীম উদ্দিন বকুল ও স্বপন ভট্টাচার্য্য জানান, কক্সবাজার বেতারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং দুর্নীতিবাজ আরডি হাবিবুর রহমান ও তার সহযোগী মোসলেহ উদ্দিনকে অপসারনের দাবিতে আমারা কক্সবাজারের শিল্পী সমাজ ঐক্যবদ্ধ হয়েছি। কাল রোববার আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করবো,ডিসিকে স্মারক লিপি দেবো। এ ধারাবাহিকতায় তথ্যমন্ত্রী,তথ্য সচীব,বেতারের মহাপরিচালক,কক্সবাজার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ঠ বিভিন্ন দপ্তরে আমরা লিখিত অভিযোগ পাঠাবো। যতদিন এসব অনিয়মের সুষ্ঠু বিচার শিল্পীরা পাবেনা ততদিন আমরা নানা কর্মসূচীর মধ্যদিয়ে আন্দোল চালিয়ে যাবো।