সোয়েব সাঈদ, রামু।
রামু উপজেলার চাকমারকুল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন, কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। মঙ্গলবার ৫ এপ্রিল দুপুর ১ টায় সাংসদ কমল আকষ্মিকভাবে বিদ্যালয় পরিদর্শনে এলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান।
এসময় সাংসদ কমল বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে সাংসদ কমল বিদ্যালয়ের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন এবং ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আরো সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগি গিয়াস উদ্দিন কোম্পানী, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিদুল আলম, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারী আবু বকর, ইউপি সদস্য মো. হাসান, মোক্তার আহমদ কোম্পানী, যুবনেতা মো. আবদুল্লাহ, চাকমারকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক, সহকারী শিক্ষক মো. আলমগীর আবুল কালাম, সুপ্তা শর্মা, নুসরাত পারভীন রিটা, রিয়াজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাসুম, আজিজুল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সাংসদ কমল বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দীর্ঘক্ষণ সময় পার করেন। এসময় সাংসদ ও শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। অনেক শিক্ষার্থী সাংসদকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠে।
এদিকে নানা সমস্যা জর্জরিত বিদ্যালয়টি পরিদর্শন এবং সহযোগিতার আশ্বাস দেয়ায় সাংসদ কমলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন, চাকমারকুল ইউনিয়নের সর্বস্তুরের জনতা এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।