নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া।
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বিদ্যালয় পরিদর্শন শুরু করেছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী।
বুধবার তিনি কৈয়ারবিলের কেএস রেডক্রিন্টে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষককে ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিতির জন্য কৈফিয়ত তলব করেন।
পরে তিনি ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা রিসোর্স সেন্টার, ডিংগাভাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেমশীখালীর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটি ছাড়া অনুপস্থিত, অফিসে রক্ষিত জাতির জনক ও প্রধানমন্ত্রীর বিবর্ণ ছবি ও নোংরা পরিবেশ, ময়লা-আবর্জনায় সয়লাব দেখতে পান বলে ইউএনও জানিয়েছেন।
বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষকদের আগমন-প্রস্থান নিশ্চিতসহ শ্রেণি পাঠক্রমের মাধ্যমে শিক্ষার গুণগতমান উন্নয়নে উৎসাহ দিতে গ্রামের বিদ্যালয় গুলো পরিদর্শনে গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে।
এ সময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ও সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন নির্বাহী অফিসারের সাথে ছিলেন।
অভিযুক্ত শিক্ষকদের কাছে লিখিত কৈফিত চাওয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ মুহম্মদ আবু নোমান।