নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া।
কুতুবদিয়ায় পলিথিন ব্যবহার না করে লোনা পানিতে সড়ক বিনষ্টের দায়ে লবণবাহী ৩ ট্রলীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার ৬ এপ্রিল ট্রলি আটকসহ ৩ হাজার করে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট/নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী।
ট্রলীর মালিকরা হলেন উপজেলার মধ্যম কৈয়ারবিল এলাকার মৃত ছৈয়দ আহমদ’র পুত্র শাহাব উদ্দিন, লেমশীখালীর সামশুল আলম’র পুত্র মুহম্মদ হেফাজ ও দক্ষিণ ধুরুং বশির আহমদ’র পুত্র মিজানুর রহমান।
লবণবাহী ট্রলীর লোনা পানি পড়ে উপজেলার প্রায় পাঁকা সড়ক নষ্ট হচ্ছে বলে সচেতন এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ দিনের।