দর্পণ বড়ুয়াঃ
কক্সবাজারের রামু স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ এপ্রিল বৃহষ্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে এক বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল সুশৃঙ্খল জীবন যাপন করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলার নবাগত স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবদুল মান্নান, প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক, সাবেক রামু স্বাস্থ্য কর্মকর্তা ডা. আখতারুল ইসলাম, রামু উপজেলার ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, রামু প. প. কর্মকর্তা জসীম উদ্দিন মো. ইউসুফ, স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া, ফার্মাসিষ্ট সমর শর্মা, এম. টি ই পি আই আলী আকবর প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম ও এম সি এইচ ডা. পুলক ধর।
র্যালী ও আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ছাড়াও এনজিও সংগঠন হেলথ, মুক্তি কক্সবাজার, হোপ, সূর্যের হাসি ক্লিনিকের কর্মীরাও অংশগ্রহণ করেন।