দর্পণ বড়ুয়াঃ
রামু উপজেলার ঐতিহ্যবাহী হাজারীকুল বোধিরত্ন বুদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রের আবাসিক, নীরব সাধক ভদন্ত কুশলবোধি ভিক্ষুর অন্ত্যোষ্টিক্রিয়া শুক্রবার ৮ এপ্রিল দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আমাদের রামু ডটকম কে জানিয়েছেন আয়োজক কমিটির নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, একুশে পদক প্রাপ্ত, উপ-সংঘরাজ ভদন্ত পন্ডিত সত্যপ্রিয় মহাথের।
এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে বুদ্ধ পূজা, ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, অষ্ট উপকরণ দান ও মহাসংঘদান, ভিক্ষু সংঘের পিন্ডদান, অতিথি ভোজন, দুুপুরে ধর্মীয় আলোচনা সভা, বিকেলে প্রয়াত কুশলবোধি ভিক্ষুর অন্ত্যোষ্টিক্রিয়া।
হাজারীকুল বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অমরবিন্দু বড়ুয়া অমল জানান, এক সপ্তাহেরও বেশি সময় ধরে কুশলবোধি ভিক্ষুর অন্ত্যোষ্টিক্রিয়া আয়োজনের প্রস্তুতি চলছে। কক্সবাজার জেলার বিভিন্ন বৌদ্ধ পল্লীর মানুষ আমাদের মহতি এই আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
পাশাপাশি যথাযত ভাবগাম্ভীর্যে অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করতে পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।