শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়া আওয়ামী যুব মহিলালীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া আলিমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনে সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি খোরশিদা বেগম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুব মহিলালীগের সভাপতি ছেনুয়ারা বেগম।
বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম কন্ট্রাক্টর, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নুর মোহাম্মদ শেখর, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন জয়, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাবেকুন নাহার ও ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবদুল হক।
পরে সবার সম্মতিক্রমে ভুলু আরা বেগমকে সভাপতি, সাজেদা বেগমকে সহ-সভাপতি ও সুপ্তি বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট রাজাপালং ইউনিয়ন যুব মহিলালীগের আওতাধীন ৬ নং ওয়ার্ডের একটি কমিটি গঠন করা হয়।
এ সময় প্রধান অতিথি বলেন, জননেত্রী গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ে মহিলাদের সমন্বয়ে যুব মহিলা লীগকে সংগঠিত করা হচ্ছে। উখিয়ার বিভিন্ন স্থানে সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করার লক্ষ্যে যুব মহিলালীগ কাজ করে যাচ্ছে।