হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
রামুর গর্জনিয়ায় নবগঠিত ইউনিয়ন বিএনপির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ এপ্রিল বিকেল ৩টায় থিমছড়ি হামিদিয়া এমদাদীয়া মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আবদুল আলীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও গর্জনিয়ার সাবেক সফল চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী।
ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের প্রানবন্ত পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ছৈয়দ মোহাম্মদ আব্দুস শুক্কুর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মওলানা জাফর ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দিদারুল আলম।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পান্নু সওদাগর, ইউপি সদস্য আতাউল্লাহ, নারী ইউপি সদস্য রওশন আক্তার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৈয়ব কালু, যুবদলনেতা মামুনর রশিদ মামুন, আবদুল মালেক, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ শহিদ, বিএনপির নয় ওয়ার্ডের সভাপতি-সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব ও গর্জনিয়ার সাবেক সফল চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী বলেন, আসন্ন ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যে মাঠে আসবে তার পক্ষে তৃনমূল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আমরা গর্জনিয়ায় ভোট কারচুপি করতে দিব না। গর্জনিয়া আগে থেকেই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত, সেটা এখনো অব্যাহত আছে। সুতরাং এ ইউনিয়নে বিএনপির বিকল্প নেই। এ বিষয়ে সবাইকে স্বোচ্ছার এবং সতর্ক থাকতে হবে।