স্টাফ রিপোর্টার, পেকুয়া।
পেকুয়ায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আজিজুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বুধবার দুপুরে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মাহমুদুল ইসলামের কাছে তিনি এ জবানবন্দি দেন।
গত ১০ এপ্রিল পুলিশ আজিজুর রহমানকে পাঁচদিনের রিমান্ডে নেয়। তিন দিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ।
আদালতের বরাত দিয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, মাদকের টাকার জন্যই আজিজুর ২০ মার্চ সকালে তাঁর মা দিলোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এরপর মুখ, হাত ও পা বেঁধে রেখে পালিয়ে যান তিনি।
ওসি মোস্তাফিজ বলেন, ৩০ মার্চ বিকেলে আজিজুরকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদের বিওসির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতে সোর্পদ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।
গত ১০ এপ্রিল রিমান্ড শুনানী শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। সবকিছু স্বীকার করায় গত বুধবার তাকে আদালতে হাজির করা হয়।