নঈম আল ইস্পাহান:
গোল্ডেন প্লাস প্রাপ্তদের স্ট্যাটাস:
কী গোল্ডেন প্লাস পায়ছি মানুষকে মিষ্টি খাওয়াতে খাওয়াতে ফতুর।এ কেমন নিয়ম? রেজাল্ট দেওয়ার পরই বুঝতে পারলাম আমার এত্তগুলো আত্মীয় স্বজন।কই ছিল তারা এতদিন? নাকি সবাই মিষ্টি খেতে! ফিলিংশ:গ্রীষ্মকালে কুয়াশা।
এপ্লাস প্রাপ্তদের স্ট্যাটাস:
ভাগ্যটা কাজ করলোনা।সুন্দরী মেয়েটির সাথে পরীক্ষার আগের রাতে,রাতে চ্যাটিং না করলে গোল্ডেন ই পেতাম।তা হলে আজ পরিবার প্রদত্ত বাঁশ ভোগ করতে হতোনা! ফিলিংশ:সব ভুল,অতঃপর আফসোস।
গোল্লা প্রাপ্তদের স্ট্যাটাস:
অনেক চেষ্টা তদবীর করেছিলাম।কিন্তু কিছুতেই গোল্লা অর্জনে ব্যর্থ হতে পারিনি। ধেৎ,ফেসবুক আর ভাল্লাগেনা। একটু কম একটিব থেকে পড়ালেখা করলে আজ এমন দিন দেখতে হতোনা।ফিলিংশ:জীবনটা ছাঁই হয়ে গেল!
জোর করে পাশ মার্ক প্রাপ্তদের স্ট্যাটাস:
অবশেষে সোনার হরিণ ধরেই ফেললাম।ভেবেছিলাম এই জন্মে পাশ করবোনা।কিন্তু না।স্বপ্ন সত্যি হলো।ফিলিংশ:মন যে করে উড়ো উড়ো!
মিষ্টির দোকানদারের স্ট্যাটাস:
বন্ধুরা আজকে প্রচুর ব্যস্ত ছিলাম।এত্ত মিষ্টি মানুষ খায় ? সারাদিন মিষ্টি মাপতে মাপতে হয়রান।ধান্ধাটা এবারে খুব ভালোই হয়েছে।কিন্তু,কেউই একটা মিষ্টিও খেতে বললোনা! ফিলিংশ:মানুষ বড্ড কিপ্টা!