হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবান জেলার কুহালং ইউনিয়নের কিবুক পাড়ায় প্রতিবেশীদের বিরুদ্ধে এক কৃষককে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম সুনীল চাকমা (৩০)। মঙ্গলবার ৩১ মে সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে জেলার কুহালং ইউনিয়নের কিবুক পাড়ার বাসা থেকে প্রতিবেশী মেইগগা মার্মা সুনীলকে ডেকে নিয়ে যান। এর প্রায় সাড়ে তিনঘণ্টা পর কিবুক পাড়ার প্রধান সড়কে সুনীলকে মৃত পড়ে থাকতে দেখা যায়। সুনীলের পিতা প্রফুল্ল চাকমা অভিযোগ করে বলেন, প্রতিবেশী মেইগগা মার্মা, হ্লা থোয়াই চিং মার্মা, সুইসাউ মার্মা ও উসাইহ্লা মার্মার পরস্পর যোগসাজসে আমার বড় ছেলে সুনীলকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলাও দায়ের করেছেন তিনি। জানতে চাইলে বান্দরবান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বলেন, আমরা ধারণা করছি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে, ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।