রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডলকে আহবায়ক এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরীকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কেন্দ্রিয় কর্মসূচির আওতায় এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
নবগঠিত এ কমিটিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযুুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক গণতান্তিক শক্তি, বুদ্ধিজীবি, সুশীল সমাজ, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবি, সাংবাদিক, কৃষিবিদ, পেশাজীবি, সংস্কৃতিকর্মী, নারী, ছাত্র, তরুন-যুবক সহ সর্বস্তুরের জনতা ও সংগঠনের নেতৃবৃন্দকে অর্ন্তভূক্ত করা হয়েছে।
সম্প্রতি রামু উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়েছে। রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ওই সভায় সভাপতিত্ব করেন।
কমিটির আহবায়ক রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল জানিয়েছেন, এ কমিটির উদ্যোগে বর্তমানে রামু উপজেলার ১১টি ইউনিয়নে গাড়ি ও মাইকযোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী প্রচার-প্রচারনা অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, বিএনপি-জামাত জোট দেশজুড়ে চলমান হত্যা, গুপ্ত হত্যা, টার্গেট কিলিং, বিদেশী নাগরিকদের হত্যা, ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা, বোমাবাজির মতো ঘৃন্য কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এভাবে তারা দেশকে অস্থিতিশীল ও বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। ধর্মের নামে জঙ্গী ও সন্ত্রাসবাদকে উস্কে দিয়ে নিরীহ মানুষ হত্যা করছে। সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে গঠিত কমিটি রামুতে এ ধরনের সকল অপকর্ম দৃঢ়ভাবে রুখে দেবে ।