ইমরান হোসেন রুবেল, সৌদি আরব থেকে:
সৌদি আরবস্থ রামুর প্রবাসীদের নিয়ে ‘সৌদি আরব রামু কমিউনিটি’ নামে এক সংগঠন গঠিত হয়েছে। এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আবদুল আজিজ। এরপর মতবিনিময় সভা শুরু হয়। মতবিনিময় শেষে ৬১ সদস্য বিশিষ্ট কমিঠি গঠন করা হয়।
কমিঠিতে সবার সম্মতিক্রমে মাহবুব আলমকে সভাপতি, মোজাহিদুল হক রাশেলকে সাধারণ সম্পাদক এবং আবছারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়।
অন্যান্যদের মধ্যে ছিলেন, মনজুর আলম, আবদুল আলিম, ওমর আলি সওদাগর, আবদুচ সালাম, মৌঃ নুরুল হক, ফজলুল ইসলাম সিকদার, সেলিম বাহাদুর, রফিকুল ইসলাম, আলাউদ্দীন, জাফর আলম এবং মনির প্রমূখ।
এদিকে অনুষ্ঠানশেষে গঠিত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাংবাদিকদের ব্রিফিং দেন, মোঃ হোসেন। এসময় বলা হয়, রামুর সৌদি প্রবাসীদের একতা বৃদ্ধি ও রামুকে মডেল উপজেলায় রূপান্তর করতে এবং রামুর সার্বিক উন্নয়নে কাজ করবে উক্ত কমিঠি।
নবগঠিত এই পূর্নাঙ্গ কমিঠির কপি অনুমোদন লাভের জন্য শীঘ্র রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমের কাছে পাঠানো হবে।