গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ:
টেকনাফ পৌরসভার উদ্যোগে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট বৃহ¯পতিবার সকাল ১০ টায় টেকনাফ উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্টিত হয়।
পৌর মেয়র হাজী মোঃ ইসলামের সভাপতিত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ, আওয়ামীলীগ নেতা জহির হোসেন এমএ। প্রধান আলোচক ছিলেন টেকনাফ আল জামেয়া ইসলামীয়ার পরিচালক মুফতি কিফায়েত উল্লাহ শফিক সাহেব। সভা পরিচালনা করেন পৌর আওয়ামীলীগ সাধারন স¤পাদক মোঃ আলম বাহাদুর।
টেকনাফ পৌর শহরকে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ থেকে পৌরবাসীকে সচেতন করার জন্য বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র মাওলানা মুজিবুর রহমান, ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল, পৌরসভার ৩৫টি মসজিদের ইমাম সমিতির সাধারণ সম্পাদক মৌলভী মোঃ রফিক উদ্দিন, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, টেকনাফ উপজেলার ঠিকাদার কমিটির সভাপতি গিয়াস উদ্দিন ও সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুলু।
সভায় বক্তারা বলেন, ইসলাম ধর্মে কোন প্রকার মানুষ হত্যা, সন্ত্রাস , নাশকতা ও জঙ্গিবাদকে সমর্থন করে না। প্রতিটি মসজিদের ইমামদেরকে এ বিষয়ে সবাইকে সজাগ থেকে কাজ করার জন্য অগ্রনী ভূমিকা পালন করতে হবে এবং সাধারণ মানুষকে এই ব্যাপারে সঠিক উপদেশ দিয়ে অত্র এলাকাকে শান্তিতে রাখতে হবে। পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাসী, নাশকতা করলে কি অপরাধ হয় এই বিষয়ে ধারনা দিতে হবে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা করতে হবে। অপরিচিত লোকজনের সন্দেহজনক চলাফেরা দেখা মাত্র স্থানীয় প্রশাসনকে অবহিত করে আইনের সহযোগীতা নিয়ে অপরাধীদের আইনের আওয়াতায় নিয়ে আসতে হবে।
পৌর এলাকার জঙ্গিবাদ প্রতিরোধে প্রতিটি ওয়ার্ড থেকে গ্রহনযোগ্য প্রতিবাদী শিক্ষিত সমাজ ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন করতে হবে। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ, পৌর এলাকার ৩৫টি মসজিদের ইমামগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টেকনাফ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।