লামার পার্শ্ববর্তী বিলছড়ি হেব্রোন মিশনে আগাপের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। শুক্রবার, ১৭ মার্চ আগাপের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুরুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে আরও অন্যান্যদের মধ্যে অংশ নেন আগাপে বোর্ডের ভাইস চেয়ারম্যান মহেন্দ্র ত্রিপুরা, ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ শফিকুর রহমান শফি, বিটিএবিসি ট্রেজারার সুভাষ ত্রিপুরা ও লোকাল সেন্টার কমিটিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মনতাজন ত্রিপুরা ও সঞ্চালনায় ছিলেন প্রজেক্টের কানেক্ট অপারেটর মি, প্রশান্ত ত্রিপুরা।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প এর শিশ ও অভিভাবক বিলছড়ি, বিডি এর ০৫০২, বাস্তবায়নে আগাপে, বান্দরবান পার্বত্য জেলা।
সারাদিন ব্যাপী অনুষ্ঠানসুচিতে ছিল চিত্রাঙ্কন, ক্রীড়া, সাংস্কৃতিক, ছড়া আবৃত্তি প্রতিযোগিতা, জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও পুরষ্কার এবং ১৭৫জন শিশুদের মাঝে হরলিক্স বিতরণ করা হয়।