সাবেক ফুটবলারের সংগঠন ‘রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের’ নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটে নবনির্বাচিত সভাপতি পলক বড়ুয়া আপ্পু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় এ সভায় অনুষ্ঠিত হয়।
‘ক্রীড়া জাতীয় সমৃদ্ধির পরিচায়ক’ এ প্রতিপাদ্যে রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে সমৃদ্ধ করতে, একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সাবেক প্রবীণ ফুটবলাররা। রবিবার সন্ধ্যায় সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, ক্রীড়াঙ্গনে রামুর সমৃদ্ধ অতীত ইতিহাস রয়েছে। ওই ইতিহাস-ঐতিহ্যকে প্রজন্মের কাছে পৌঁছে দিতে রামু সোনালী অতীত ফুটবল ক্লাবকে কাজ করতে হবে। সাংগঠনিক অবকাঠামো দৃঢ় করতে সংগঠনের প্রত্যেক সদস্যকে সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী আন্তরিক সহযোগিতা দিতে হবে।
এ সভায় সাংগঠনিক অগ্রগতি ও রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২৩ আয়োজনের লক্ষে, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সকল সদস্যদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে ‘সদস্য পদ’ নবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় আবু বক্কর ছিদ্দিককে আহ্বায়ক ও সুপন বড়ুয়া শিপনকে সদস্য সচিব মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ পরিচালনা পরিষদ ২০২৩’ গঠন করা হয়েছে।
সভায় বক্তৃতা করেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সহ-সভাপতি মো. নবু আলম, বিমল বড়ুয়া, ইঞ্জি: তরুন বড়ুয়া, সজল বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রকি, অর্থ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ক্রীড়া সম্পাদক সুপন বড়ুয়া শিপন, দপ্তর সম্পাদক ফরিদুল আলম, আপ্যায়ন সম্পাদক প্রকাশ সিকদার, প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, সাংস্কৃতিক সম্পাদক পুলক বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য সুবীর বড়ুয়া বুলু, কিশোর বড়ুয়া, দেবপ্রসাদ বড়ুয়া টিপু, রাজু বড়ুয়া, সুকুমার বড়ুয়া, রিটু বড়ুয়া, চম্পক বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, বিপুল বড়ুয়া আব্বু প্রমুখ।