পবিত্র ওমরাহ পালন করতে শুক্রবার রাতে সৌদি আরবে যাত্রা করছেন, চৌফলদন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান। শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকা থেকে এমিরেট্স এয়ারলাইন্সে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন তিনি। এর আগে শুক্রবার দুপুর আড়াইটায় কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদেশ্যে রওয়ানা হন।
চৌফলদন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, সৌদি আরবে যাওয়ার আগে সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চেয়েছেন। যাতে তিনি সুস্থ শরীরে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন এবং কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নবাসীর খেদমত করতে পারেন।
পবিত্র ওমরাহ শেষে ঈদুল ফিতরের সপ্তাহখানেক পর দেশে ফিরবেন বলেও জানান তিনি।