বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়নমু্ূলক কাজের শুভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি। বুধবার (১২এপ্রিল) সকাল ১০ টায় আলীকদম উপজেলায় নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধন করেন মন্ত্রী। আলীকদমবাসী দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট থেকে মুক্তি পাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের বাস্তবায়নে উপজেলার থানা পাড়া এলাকায় দুই কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মিনের মাধ্যমে।
একই সময়ে পার্বত্য মন্ত্রী আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৩১ শয্যা থেকে ৫০ শয্যার উন্নীতকরণের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর, উপকারভোগীদের মাঝে পুষ্টিবাগানের বীজ, সার ও উপকরণ বিতরণ এবং আলীকদম উপজলোর ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়খ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। মন্ত্রী বলেন ‘পার্বত্য অঞ্চলে শিক্ষা,স্বাস্থ্যের উন্নয়নে সরকার হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে বিশেষ নজর দিয়েছে। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীকে শিক্ষিত করে তুলত বান্দরবানের প্রতিটি উপজেলায় কলেজ নির্মাণ হয়েছে। বান্দরবান জেলা শহরে নির্মাণ করা হয়েছে “বন্দরবান বিশ্ববিদ্যালয়”। তাদের জন্য হসপিটাল নির্মাণ করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। দুর্গম অঞ্চলে রাস্তা, সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন করে পার্বত্য অঞ্চলের চেহারা পাল্টে দিয়েছে। কৃষকের উন্নয়নের জন্য কৃষি যন্ত্রপাতি, সার, বীজ বিতরণ অভ্যাহত রয়েছে।’
এসব উন্নয়নমুলক কাজের উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈহ্লা, জেলা সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোজ্জামেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, উপজেলা স্বাস্থ প:প কর্মকর্তা ডাঃ মোঃ মাহতাব উদ্দীন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা নেতাকর্মীবৃন্দ।
মন্ত্রী বিকাল ৩টায় আলীকদম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসবে থেকে সম্মেলনে যোগ দিবেন। সম্মেলনটির উদ্বোধন করবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। দীর্ঘ ৫ বছর পর আলীকদম উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। সম্মেলনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী রয়েছেন। পরে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আলীকদম উপজেলা আ.লীগের সভাপতি হিসেবে মোঃ জামাল, সহ সভাপতি দুংড়ি মং মার্মা, সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্নার নাম ঘোষণা করেন।