রামুতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ তামিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ঘোনারপাড়া বাহাকাঁচা এলাকায় বাড়ির পাশের পুকুরে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তামিম ওই এলাকার ছৈয়দ নূরে তৃতীয় ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশু তামিম বাড়ির উঠোনে খেলা করছিলো। একসময় শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খুঁজতে বের হন। পরে বাড়ির পার্শ্বস্থ পুকুরে শিশু তামিমকে ভাসতে দেখা যায়।
পুকুর থেকে তাকে উদ্ধার করে, তাৎক্ষণিক রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রাজারকুল ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য সাহাব উদ্দিন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, পুকুরে পড়ে শিশু মৃত্যুর ঘটনা দুংখজনক। বৃহস্পতিবার দুপুরে পারিবারিক ভাবে স্থানীয় কবরস্থানে শিশু মোহাম্মদ তামিমকে দাফন করা হয়েছে বলে তিনি জানান।