রামু সমিতি কক্সবাজারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) কক্সবাজার শহরের কলাতলি ডলফিন মোড়স্থ হোটেল সী মুন-এ উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, রামু সমিতি কক্সবাজারের সভাপতি শিক্ষাবিদ মোহাম্মদ নাছির উদ্দীন।
ইফতার ও দোয়া মাহফিল মাহফিলে সাংগঠনিক কর্মতৎপরতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন, রামু সমিতি কক্সবাজারের সাধারণ সম্পাদক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন।
রামু সমিতি কক্সবাজারের সহ-সভাপতি হোছাইনুল ইসলাম মাতব্বরের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে বক্তৃতা করেন, অর্থ সম্পাদক এড. সিরাজ উদ্দিন, এড. ওসমান সরওয়ার আলম শাহিন, এড. আবুল কাশেম, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, রামু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হক, এড. ফরিদ আহমদ, আলহাজ্ব নুরুল হক নুরু, ডা. শাহ আলম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, এড. জসিম উদ্দীন। ইফতার ও দোয়া মাহফিল মাহফিলে রামু সমিতি কক্সবাজারের সদস্যরা উপস্থিত ছিলেন।