স্মৃতির আলোয় খুঁজে ফিরি বন্ধুতার পথ’ ৩৩ বছর পর পুরনো সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে উঠেন। স্মৃতিচারণ, বন্ধুতার আড্ডা ও ছবি তোলে ফিরে যান আবারও কলেজের প্রিয় ক্যাম্পাসে। বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে রামু সরকারি কলেজ প্রথম ব্যাচ-১৯৮৯ বন্ধুতায় প্রাণের উচ্ছ্বাসের মাতম।
দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় রামু সরকারি কলেজ প্রথম ব্যাচ-১৯৮৯ এর মিলনমেলা। এরপর অতিথিরা রামু কলেজ প্রথম ব্যাচ (১৯৮৯) স্মৃতি এ্যালবাম ‘বর্তিকা’ উন্মোচন করেন।
রামু সরকারি কলেজের সবুজ চত্বরে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলা উদ্বোধন করেন, রামু কলেজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ও প্রধান উদ্যোক্তা রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আবুল মনসুর।
পরে আলোচনা সভায় বক্তৃতা করেন, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিদোয়ানুল করিম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, রামু কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক শেখ জয়নাল আবেদীন, মেহেরুন্নেচ্ছা বেগম ও মুজিবুল হক, অনুষ্ঠানের সভাপতি রামু সরকারি কলেজ প্রথম ব্যাচ-১৯৮৯ মিলনমেলার অন্যতম উদ্যোক্তা সুরজিত বড়ুয়া ক্যালসন।
রামু কলেজ প্রথম ব্যাচের ছাত্র নাইক্ষংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের সিনিয়র প্রভাষক নীলোৎপল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ অনু্ষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, মিলনমেলার অন্যতম উদ্যোক্তা রমজান আলী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মুরাদ সুলতান, গীতা পাঠ করেন জিতয় শর্মা ও ত্রিপিটক পাঠ করেন রিটু বড়ুয়া।
অনুষ্ঠানে রামু কলেজ প্রতিষ্ঠায় জমি দিয়ে বিশেষ অবদান রাখায় সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরী, মরহুম ফজল কবির কোম্পানি, নজির আহমদ কোম্পানি, মরহুম ছৈয়দ আলম সওদাগর, চাকমারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আমির হামজা সিকদার, প্রয়াত ডা. শ্রীনাথ ধর, মরহুম বদর আলমকে এবং রামু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমদ, রামু কলেজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ও প্রধান উদ্যোক্তা রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রতিষ্ঠাকালীন প্রভাষক (রাষ্ট্র বিজ্ঞান) এড. আবুল মনসুর, প্রতিষ্ঠাকালীন প্রভাষক (হিসাব বিজ্ঞান) ক্যথিং অং, প্রতিষ্ঠাকালীন প্রভাষক (বাংলা) ও সাবেক অধ্যক্ষ মরহুমা শারমিন আফরোজ রেশমিন, প্রতিষ্ঠাকালীন প্রভাষক (ব্যবস্থাপনা) ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম মো. আবু তাহের, প্রতিষ্ঠাকালীন প্রভাষক (গণিত) শেখ জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাকালীন প্রভাষক (জীববিজ্ঞান) মেহেরুন্নেচ্ছা বেগম, প্রতিষ্ঠাকালীন প্রভাষক (প্রাণিবিদ্যা) ডা. ফরিদ উদ্দীন ওসমান, প্রতিষ্ঠাকালীন প্রভাষক (রাষ্ট্র বিজ্ঞান) এ থিং রাখাইন, প্রতিষ্ঠাকালীন প্রভাষক (অর্থনীতি) দিদারুল আলম, প্রতিষ্ঠাকালীন প্রভাষক (দর্শন) পরিমল কান্তি পাল, প্রতিষ্ঠাকালীন প্রভাষক (রাষ্ট্র বিজ্ঞান) ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ারুল আলম চৌধুরী, প্রতিষ্ঠাকালীন প্রভাষক (রসায়ন) বিপ্লব কান্তি পাল, প্রতিষ্ঠাকালীন প্রভাষক (ইসলামের ইতিহাস) মো. শাহাব উদ্দিন, প্রতিষ্ঠাকালীন প্রভাষক (পদার্থ বিজ্ঞান) মরহুমা এস বি আকতার জাহান, প্রতিষ্ঠাকালীন প্রদর্শক (বিজ্ঞান) মোহাম্মদ মুজিবুল হক, প্রতিষ্ঠাকালীন রেজিস্টার মরহুম মোহাম্মদ ওবাইদুল হককে ও প্রতিষ্ঠাকালীন কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেলা তিনটার দিকে স্মৃতিচারণা অনুষ্ঠানে বক্তৃতা করেন, রামু সরকারি কলেজ প্রথম ব্যাচ-১৯৮৯ এর উপস্থিত শিক্ষার্থীরা। এ সময় বন্ধুদের ক্রেস্ট ও রজনীগন্ধা দিয়ে সম্মানিত করা হয়। বক্তৃতায় প্রাক্তন শিক্ষার্থীরা রামু কলেজের পুরনো দিনগুলোর স্মৃতিচারণা করেন।
মিলনমেলায় অংশ নিতে সকাল থেকে রামু কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা পরিবার-পরিজন নিয়ে প্রিয় কলেজ প্রাঙ্গণে ছুটে আসেন। একে অপরের সুস্থতা ও সফলতা কামনা করেন এবং অঙ্গীকার করেন, এ বন্ধন টিকে থাকবে অনন্তকাল। দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল আলোচনা, মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, মানসী বড়ুয়া, মিনা মল্লিক, পলি বড়ুয়া, রাজর্ষী বড়ুয়া ও অপর্না রুদ্র। নৃত্য পরিবেশন করেন শবনম।