সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক পর্যায়ের দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিকতায় লামায় নব জাগরণ মহিলা সমিতির উদ্যোগে শুরু হওয়া পোশাক সেলাই প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করা হয়েছে।
বুধবার (৩ মে) সকালে বান্দরবান বিসিক এর আয়োজনে লামা পৌরসভা এলাকার রাজবাড়ীস্থ বর্ণিত সমিতির কার্যালয়ে প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুলসহ সংশ্লিষ্টরা।
প্রসংগত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল রাজনীতির পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক পর্যায়ের নারীদের আত্মকর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে নারীদের অবদান রাখার অভিপ্রায়ে ধারাবাহিক প্রশিক্ষণ কোর্স এর ২৫তম ৩(তিন) মাসব্যাপী ১০ জন নারীর প্রশিক্ষণ কোর্স এ পরিদর্শন করেন তিনি।সেক্ষেত্রে বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নে প্রান্তিক পর্যায়ের নারীদের স্বাবলম্বিতায় পোষাক তৈরি (সেলাই) প্রশিক্ষণের কার্যক্রম নিরলসভাবে চালিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় লামায় নবজাগরণ মহিলা সমিতি ও বান্দরবান বিসিকের যৌথ আয়োজনে ৩ মাস ব্যাপী (এপ্রিল -জুন) সেলাই প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল বলেন, ৩ মাস ব্যাপী এই প্রশিক্ষণটি মনযোগ সহকারে করলে আপনাদের অনেক লাভ হবে। নিজেরাই নিজেদের কাজসহ পরিবার ও প্রতিবেশীদের কাজ করতে পারবেন। নিজের কাজের স্বীকৃতি নিজেকে দিতে পারলে আপনারও আয়মূলক কাজে অংশগ্রহণ করে স্বাবলম্বিতা অর্জন করতে পারবেন। ফলে পরিবার, সমাজ তথা দেশের সার্বিকভাবে উন্নয়ন হবে।