কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ ঈদগড় বাজারে অগ্নিকান্ডে একটি রাইস মিল, একটি জ্বালানি লাকড়ির মিল সহ ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার (১০ মে) সকাল ৭টার দিকে আবদুল হাই নামে এক ব্যবসায়ীর জ্বালানি লাকড়ি তৈরীর মিল থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে ধান, চাল ও দোকানের মালামাল এবং ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে চার কোটির অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ঈদগড়ের সংবাদকর্মী হামিদুল হক জানান, বাজারের দক্ষিণ পাশে চেক গেইট নামক এলাকার আব্দুল হাইর লাকড়ি তৈরির মিল থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয় এলাকাবাসী ও রামু ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে আবদুল হাই অটোরাইস মিল, রাইচমিলে রাখা এক হাজারের বেশী বস্তায় রাখা ধান ও চাল, একটি জ্বালানি লাকড়ির মিল, স্থানীয় ব্যবসায়ী বোরহান উদ্দিন, ফোরকান আহমদ, আবুল হোসেন সহ বিভিন্ন জনের মালিকানাধীন ১২টি দোকান ভস্মীভূত হয়েছে।
অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী সহ স্থানীয় ৫ ব্যক্তি আহত হয়। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। আগুনে দুই কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
রামু ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান, দুর্ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় আমাদের যেতে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌছার চেষ্টা করেছি। এক-দেড় ঘন্টা লেগেছে অগ্নিকান্ড আমাদের নিয়ন্ত্রনে আনতে। তবে ক্ষয়ক্ষতির পরিমান সঠিক বলা যাচ্ছে না এটি তদন্ত করা হচ্ছে।