জাতীয় শিক্ষা সপ্তাহ চট্টগ্রাম বিভাগ সেরা হয়েছে রামুর দুই শিক্ষার্থী। আদিত্য সিকদার প্রিন্স ও মেহেরিন রাহাব্বাত ইপ্সিতা উপজেলা, জেলা ছাড়িয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই শ্রেষ্ঠত্ব ধরে রেখে তারা দেশ সেরা হতে চায়। মেহেরিন রাহাব্বাত ইপ্সিতা বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় লোক সংগীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
গত ২৯ মে চট্টগ্রাম কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ের বিতর্ক (একক) প্রতিযোগিতায় আদিত্য সিকদার প্রিন্স ও উচ্চাঙ্গ সংগীতে মেহেরিন রাহাব্বাত ইপ্সিতা প্রথম স্থান অর্জন করে দুই জনেই জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেয়েছে।
ইতিপূর্বে মেহেরিন রাহাব্বাত ইপ্সিতা আরও চারবার দেশ সেরাদের সেরা হয়ে, জাতীয় পুরস্কার রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক নিয়েছে। আদিত্য সিকদার প্রিন্স এর আগেও তিনবার জাতীয় পর্যায়ে অংশ নিয়েছে।
মেহেরিন রাহাব্বাত ইপ্সিতা রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবা রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল গ্রামের বাসিন্দা এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী কক্সবাজার জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)। মা ফাহমিদা আহমেদ ইতি একজন গৃহিনী।
আদিত্য সিকদার প্রিন্স রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তার বাবা প্রকাশ সিকদার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি গ্রামের বাসিন্দা ও রামু প্রেসক্লাবের সহযোগি সদস্য। মা শুক্লা সিকদার একজন গৃহিণী। সে বাবা-মায়ের একমাত্র সন্তান।
এ ছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ইশমাম কবির জারিফ দেশাত্মবোধক গানে দ্বিতীয় স্থান এবং একাদশ শ্রেণির ছাত্র মু’তাসিম ফুয়াদ ইংরেজি বক্তব্য বিষয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বলে জানিয়েছেন, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ শাহেদ।