রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থা ও নারীপক্ষ’র যৌথ আয়োজনে মানবিক কাজে নারী জনপ্রতিনিধিদের দুইদিন ব্যাপী ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে। শুক্রবার, ২ জুন রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।
অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার বলেন- নারীরা এগিয়ে গেলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে। বাল্য বিয়ে, নারী নির্যাতন, নারীর প্রতি যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে নারী জনপ্রতিনিধিদের সবচেয়ে বেশী ভ‚মিকা রাখতে হবে। পারিবারিক, সামাজিক ও ভ‚মি সংক্রান্ত্র বিরোধ নিষ্পত্তিতেও চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বারদের আন্তরিকভাবে কাজ করতে হবে। সহজে সমাধানযোগ্য বিষয় নিয়ে বিচারপ্রার্থী কোন নাগরিক যেন হয়রানির শিকার না হয়। এদেশে ভ‚মি নিয়েই অনেক বিরোধের সৃষ্টি হয়। সরকারের আন্তরিকতায় ভ‚মি সেবা গতিশীল হয়েছে। ব্রিটিশ আমলের ভূমি বিষয়ক আইন এখনো বলবৎ রয়েছে। ভ‚মি নিয়ে জটিলতা নিরসনে এ আইন পর্যায়ক্রমে যুগোপযোগী করার ব্যবস্থা গ্রহণ করছে সরকার। নতুন আইন তৈরির পাশাপাশি পুরনো আইন সংস্কার করা হচ্ছে।
জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, নারীপক্ষ এর পরিচালক সামিয়া আফরিন, সাংগঠনিক শক্তিবৃদ্ধি ও কর্মজাল প্রসার কর্মসূচি’র পরিচালক আইনজীবি কামরুন নাহার, জাগো নারী উন্নয়ন সংস্থার পরিচালক আশুতোষ ভট্টাচার্য। কর্মশালায় রামু উপজেলার ১১টি ইউনিয়নের ১৪ জন ইউপি সদস্য, ২ জন স্থানীয় নারী নেত্রী অংশ নেন।
সভাপতির স্বাগত বক্তব্যে জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা বলেন- ‘জাগো নারী উন্নয়ন সংস্থা’ একটি নারীবান্ধব অলাভজনক বেসরকারী প্রতিষ্ঠান। কক্সবাজার জেলার মাটিতে গড়ে উঠা ও বেড়ে উঠা সংস্থাটি বাংলাদেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে কাজ করে যাচ্ছে। সংস্থার মূল উদ্দেশ্য নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর শিক্ষা, স্বাস্থ্য ও জীবন-মান উন্নয়নে নিরলসভাবে কাজ করা। কাজ করতে গিয়ে স্থানীয় ও নানাবিধ পর্যায়ে বাধার সম্মুখিন হলেও কর্মকান্ড হয়েছে প্রসারিত এবং দেশজুড়ে সমাদৃত।
আয়োজকরা জানান- ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য- বিকল্প বিরোধ নিস্পত্তির ক্ষেত্রে জেন্ডার বিশ্লেষণ ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জানা, ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে নারীদের সুযোগ, সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়, বিকল্প বিরোধ নিস্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে নারীদের ন্যায়বিচার পাওয়ার প্রবেশাধিকার কার্যকর করার পদক্ষেপসমূহ এবং নারীর উপর সহিংসতা প্রতিরোধে নারী জনপ্রতিনিধিদের ভূমিকা জোরদার করতে করণীয়। অনুষ্ঠানে প্রশিক্ষণ সমন্বয়কারী জাগো নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মো. শওকত আলীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। শনিবার, ৩ জুন কর্মশালা সমাপ্ত হবে।