রামু উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমন্ত্রণে থাইল্যান্ড এর রাজধানী ব্যাংকক সফর ও স্বাস্থ্য বিষয়ক সেমিনারে অংশগ্রহণের সুযোগ লাভ করেছেন। স্বাস্থ্যসেবায় তাঁর মহান অবদানের স্বীকৃতিতে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মচারীগণ ২২জুলাই সকালে তাঁকে শ্রদ্ধা এবং ভালবাসার উপহার ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) দর্পণ বড়ুয়া, কমপ্লেক্সের অফিস প্রধান ইসহাক নোমান, ক্যাশিয়ার শাহেদুল হক, স্যানিটরী ইন্সপেক্টর মমতাজ উদ্দীন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দুলাল বড়ুয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক পংকজ শর্মা, দীপংকর বড়ুয়া, ওয়াসীম প্রমুখ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমন্ত্রণপত্র সূত্রে জানা গেছে, রিজিওনাল মিটিং অন হেল্থ কেয়ার ওয়াস্ট ম্যানেজম্যান্ট ইন দ্যা হু সাউথ এশিয়া রিজিওন বিষয়ক সেমিনার আগামী ২৪-২৭ জুলাই, মোট ৪ দিন সেফায়আর স্যুইট হল নভোটেল ব্যংকক প্লাটিনাম ২২০ পেচাবুরী রোড রেচাথেউই ১০৪০০ তে অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে দক্ষিণ এশিয়ার ১৫টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।