ভারতের দেওবন্দ জামিয়া দারুল উলূমের আল্লামা ছৈয়্যিদ আযহার মাদানী রামু আসবেন। আগামী শনিবার (২৮ অক্টোবর) কক্সবাজারের রামুর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল উলূম আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ১০০ তম বার্ষিক মাহ্ফিলে তাকরির পেশ করবেন, আওলাদে রাসূল (স.) ছৈয়্যিদ হোসাইন আহমদ মাদানী (রহ.) এর সুযোগ্য দৌহিত্র, বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার ভারতের দেওবন্দ জামিয়া দারুল উলূম মাদ্রাসার আল্লামা ছৈয়্যিদ আযহার মাদানী।
শততম বার্ষিক দ্বীনি এ মাহ্ফিলে, চট্টগ্রামের হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, পটিয়া জামেয়া ইসলামিয়ার প্রধান পরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামজা, আর্ন্তজাতিক মূফাচ্ছিরে কোরআন মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, পটিয়া জামেয়া ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা কাজী আখতার হোসেন, লোহাগাড়া রাজঘাট মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুল ওয়াহেদ, গোমাতলী হোছাইনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম জাফর আলমসহ দেশবরণ্যে ধর্মীয় নেতৃবৃন্দ ওলামায়ে কেরামগন দ্বীনি ইসলামের আলোচনা করবেন।
রামু জামেয়াতুল উলূম আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহ্তামিম মাওলানা হাফেজ শামসুল হক জানান, দ্বীনের আলোকবর্তিকা ছড়িয়ে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান শতবর্ষ পার করেছে। তাই শততম দ্বীনি মাহ্ফিল যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আয়োজন ও সফল করার লক্ষ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি বাস্তবায়ন করছে। শনিবার বাদে ফজর হতে মাদ্রাসার শততম দ্বীনি মাহ্ফিল শুরু হবে। এ মাহফিলে মাদ্রাসার হিফ্জ সমাপনকারী ১৭ জন ছাত্রকে দস্তারে ফজিলত প্রদান করা হবে।
মাহ্ফিলে সর্বস্তুরের ধর্মপ্রাণ জনতাকে শরিক হওয়ার আহবান জানিয়েছেন- রামু জামেয়াতুল উলূম আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাজী ছৈয়দ আকবর, সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ তৈয়ব এবং মাদ্রাসার মুহ্তামিম মাওলানা হাফেজ শামসুল হক।