বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রামুর বাঁকখালী নদীতে কল্পজাহাজ ভাসা কমিটিকে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের শুভেচ্ছা উপহার প্রদান করেছেন রামু উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রামু লালচিং বৌদ্ধ বিহার প্রাঙ্গণে রামু কেন্দ্রীয় কল্পজাহাজ ভাসা উদযাপন পরিষদ ও ৮ গ্রামের কল্পজাহাজ নির্মাণ কমিটির নেতৃবৃন্দের হাতে এ শুভেচ্ছা উপহার (নগদ অর্থ) প্রদান করা হয়।
শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু কেন্দ্রীয় কল্পজাহাজ ভাসা উদযাপন পরিষদ সভাপতি সাংবাদিক অর্পণ বড়ুয়া। এ উপলক্ষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, রামু উপজেলা যুবলীগ সভাপতি পলক বড়ুয়া আপ্পু, রামু প্রেস ক্লাব সভাপতি ও যুবলীগের সহ-সভাপতি নীতিশ বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তপন মল্লিক, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুবলীগ সাধারণ সম্পাদক রাশেদ আলী, বাংলাদেশ ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, ফতেখাঁরকুল ইউপি সদস্য মো. ইউনুচ।
এসময় রামু কেন্দ্রীয় কল্পজাহাজ ভাসা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিৎময় বড়ুয়া, সমন্বয়ক ও বৌদ্ধ সমিতি-যুব সভাপতি অর্ক বড়ুয়া, রামু হিন্দু মহাজোট সভাপতি সুজন চক্রবর্তী, রামু প্রেস ক্লাবের নির্বাহী সদস্য কফিল উদ্দিন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইরফানসহ রামুর ৮ গ্রামের কল্পজাহাজ ভাসা উদযাপন কমিটির সভাপতি-সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিটি কল্পজাহাজ নির্মাণ কমিটিকে এমপি কমল প্রদত্ত নগদ ১০ হাজার টাকা করে শুভেচ্ছা উপহার প্রদান করেন নেতৃবৃন্দ।