অসহায়ের মুখে হাসি ফুটাবো স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৮ অক্টোবর) উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হাসিঘর ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, এডভোকেট মাহমুদুল হাসান, হাসিঘর ফাউন্ডেশনের উপদেষ্টা উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন মিথুন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, সংগঠনের নামের সাথে সবার কাজের মিল থাকতে হবে। হাসিমুখে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখার মন মানসিকতা থাকতে হবে। আজকে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব দিয়ে আগামীতে দেশের বড় বড় অফিসার হবেন। নেতৃত্ব দেবার মন মানসিকতায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।
হাসিঘর ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য উম্মে সালমার সঞ্চালনায় ও নোমান মোহাম্মদ তারেকের পবিত্র কোরআন তিলাওয়াতে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন, হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার সভাপতি পি এম মোবারক, কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান, উখিয়া শাখার প্রচার সম্পাদক রেজাউল হাসান রিফাত প্রমুখ
সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, সুন্দর মনের মানুষরাই সংগঠিত হতে পারে। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা আমাদের স্বপ্ন। আমরা সমাজকে নতুন কিছু উপহার দিতে চাই। তারুণ্যের উদ্দীপনায় হাসিঘর ফাউন্ডেশনের সদস্যরা স্বেচ্ছাসেবী কর্মসূচি উদযাপন করে। আমাদের অঙ্গীকার ‘অসহায়ের মুখে হাঁসি ফোটাবো’। সেই প্রত্যয়ে সামজিক উন্নয়নে, দেশ ও জাতির স্বার্থে হাসিঘর ফাউন্ডেশনের কাজকে আমরা এগিয়ে নেবো। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবো।
হাসিঘর ফাউন্ডেশন দ্বিতীয় বর্ষপূর্তি উৎসবে কক্সবাজার জেলার ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। হাসিঘর ফাউন্ডেশনের নতুন সদস্যদের বরণ এবং সেরা টিম লিডার ও সেরা স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করে সম্মাননা প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন টিআই ব্ল্যাক ক্যানভাস, ফুটন্ত কিশোর ক্লাব, বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্ট ( বিসিএসসি-আরসিপিএসসি স্কোয়াড), মৌলভীপাড়া স্বাধীন ক্লাব, আ ক ম মোজাম্মেল হক ফাউন্ডেশন, কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটি, ঈদগাহ মানবিক ফাউন্ডেশন, বাঁধন, হাসিমুখ ফাউন্ডেশন, অধিকার ও ন্যায়ের জন্য যুব অ্যাকশন, তারুণ্য ব্লাড ডোনারস সোসাইটি, সূর্য হাসি ফাউন্ডেশন, রামু ব্লাড ডোনারর্স সোসাইটি, স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংস্থা, যুব অবস্থান বাংলাদেশ, ফ্রেন্ডস ফর এভার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কক্সিয়ান এক্সপ্রেস, টেকনাফ ব্লাড ফাউন্ডেশন, অগ্রগামী যুবক উখিয়া’র নেতৃবৃন্দরা বক্তৃতা করেন।