ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যু ঝুঁকি কমান, অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল করার লক্ষে সারাদেশের ন্যায় লামা উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ ইং, শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় লামা স্বাস্থ্য ও পবিবার কল্যাণ কার্যালয়ের আয়োজনে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিতরে নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন লামা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
এ সময় আরো অংশ নেন লামা উপজেলার নবাগত নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাইনুদ্দীন মোর্শেদ, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ মাকছুদা বেগম,ডাঃ সুজন কুমার ধর, এনেস্থিসিয়া ডাঃ নুর মোহাম্মদ, মেন্টাল হেলথ কেয়ার এর ডাঃ জেসমিন আক্তার,ডাঃ মোহাম্মদ ফরহাদ, লামা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও ইনচার্জ দিদারুল ইসলাম,এমবি আইপি রুপন কান্তি চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
লামা উপজেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, এবারে লামা উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ১৪৫ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩,০২৩ শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১৯,২৫৯ জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল মোট ২২,২৪২ জন শিশুকে খাওয়ানো হচ্ছে।
প্রসংগত,পরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র (মনের জানাল), মেন্টাল হেলথ ক্লিনিক ও ইনডোর ই.সি.জি রুম শুভ উদ্বোধন করা হয়।