শীতকালে যেসব শাক-সবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো মুলা শাক। কিন্তু অনেকেই এর গুরুত্ব বুঝতে পারেন না। শীতে মুলা খাওয়া হলেও এর শাকি এড়িয়ে যান অনেকে। কিন্তু সুস্বাদু এই শাকের অসংখ্য উপকারিতার কথা জানা নেই অনেকেরই। সবুজ এই শাক কিন্তু পুষ্টির খনি। শীতের সময়ে নিয়মিত মুলা শাক খেলে মিলবে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান।
মুলা শাকের পুষ্টিগুণ
মুলা শাক ভিটামিন কে, ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, ফোলেট এবং ক্যালসিয়ামে পরিপূর্ণ। এই শাক শীতকালীন স্বাস্থ্যের সুপারহিরো। যে শাক আপনি অবহেলায় এড়িয়ে যান, তাতে অপেক্ষা করে আপনার জন্য শরীরের জন্য নানা উপকারিতা। সেসব জানতে পারলে এরপর থেকে আর মুলা শাক এড়িয়ে যাবেন না। চলুন জেনে নেওয়া যাক, মুলা শাক খেলে কী হয়-
১. হজমশক্তি বাড়ায়
আপনি যদি মাঝেমাঝেই পেটের সমস্যায় ভুগে থাকেন তবে আপনার জন্য উপকারী একটি খাবার হতে পারে মুলা শাক। মুলা শাকে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা আপনার পরিপাকতন্ত্রকে মসৃণ করে। কোষ্ঠকাঠিন্য এবং বদহজমকে বিদায় জানাতে নিয়মিত এই শাক খাওয়ার অভ্যাস করুন। এতে পেটের যাবতীয় সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আসবে।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
শীতের সময়ে সবচেয়ে বেশি জরুরি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা। কারণ এসময় অসুখ-বিসুখের ভয় থাকে অনেক বেশি। মুলা শাক আয়রন এবং প্রচুর ভিটামিনে ভরপুর, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার সেরা বন্ধু হিসেবে কাজ করবে। এসময় সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে মুলা শাক রাখুন আপনার পাতে।
৩. রক্তচাপ নিয়ন্ত্রণ করে
যারা রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য উদ্ধারকারী একটি খাবার হতে পারে মুলা শাক। সবুজ রঙের এই শাক সোডিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ স্থিতিশীল করার জন্য প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে। আপনার হার্টও ভালো থাকবে মুলা শাক খেলে। দেখলেন তো, সহজলভ্য এই শাকের কত উপকারিতা!
৪. ডায়াবেটিস দূরে রাখে
ডায়াবেটিস রোগীদের জন্য মুলা শাক ভীষণ উপকারী একটি খাবার। মুলার পাশাপাশি মুলা শাকও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত বা যাদের ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে, তারা এই সময়ে নিয়মিত পাতে রাখুন মুলা শাক। এটি আপনার সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে কাজ করবে।
৫. হিমোগ্লোবিন বাড়াতে কাজ করে
বর্তমানে অনেকে ভুলভাল খাদ্যাভ্যাসের কারণে বিভিন্ন অসুখে ভুগে থাকেন। অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা তার মধ্যে একটি। মুলা শাকে থাকে পর্যাপ্ত পরিমাণে আয়রন। এই শাক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে। তাই নিয়মিত মুলা শাক খেলে রক্তস্বল্পতার ভয় থাকে না। এই সমস্যা থেকে বাঁচতে মুলা শাক খাওয়ার অভ্যাস করুন।
সূত্র : ঢাকা পোস্ট