এম. এ আজিজ রাসেল:
আন্তঃজেলা ডাকাতদল মাটি বাহিনীর প্রধান সৈয়দ হোসেন ওরফে মাটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গত সোমবার রাতে চট্টগ্রামের বাকলিয়ার চাক্তাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সৈয়দ হোসেন সদর উপজেলার খুরুশকুলের রুহুল্লার ডেইলের মকতুল হোসেনের ছেলে।
কক্সবাজার সদর থানায় তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। সদর থানার এএসপি (সার্কেল) রেজাউল করিম জানান, মাটির বিরুদ্ধে ৮টি ডাকাতি মামলা,৫টি অস্ত্র মামলা ও বিভিন্ন আইনে ৩টি মামলা রয়েছে।
২৮ অক্টোবর রুহুল্লার ডেইলের মাটি বাহিনীর পাহাড়ি আস্তানায় অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। সে সময় মাটি পালিয়ে চট্টগ্রাম চলে যায়। পরে পুলিশ মাটির অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার সকালে মাটিকে নিয়ে খুরুশকুলে অস্ত্র অভিযানে যায় পুলিশের একটি ইউনিট। তখন অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
এদিকে মাটি বাহিনীর প্রধান গ্রেপ্তার হওয়ায় খুরুশকুলে মানুষের মাঝি স্বস্তি ফিরে এসেছে।