আমাদের রামু প্রতিবেদক:
কক্সবাজার রামুতে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম ও নবাগত নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলীর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন রামু উপজেলা মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ।
আজ বুধবার (২ নভেম্বর) পৃথকভাবে স্ব স্ব কার্যালয়ে এ সাক্ষাত, মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময়কালে রামু উপজেলার ১১টি ইউনিয়নের সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে গুরুতারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের রামু উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল হক, সহ সভাপতি ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া বশরী রাবু, সহ মহিলা বিষয়ক সম্পাদক খিনছেন রাখাইন ক্যালি, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মানবাধিকার কমিশনের সভাপতি মাহামুদুল হক, ঈদগড় ইউনিয়নের মানবাধিকার কমিশনের সভাপতি সাংবাদিক জাফর ইকবাল, রশিদ নগর ইউনিয়নের মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ আব্দুল মাজেদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী মিজানুর রহমান মিজান, মানবাধিকার কর্মী সেলিম সরওয়ার ও ডাঃ জসিম প্রমুখ।
মতবিনিময়কালে রিয়াজ উল আলম রামুতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত তৈরির লক্ষ্যে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের সাথে তাদেরকে মত বিনিময় করার আহবান জানান।
এসময় তিনি রামু উপজেলা মানবাধিকার কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।