বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৭ নভেম্বর মরোক্কোর মারাকেশ শহরে ২২তম এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে বিশ্বের অন্য রাষ্ট্র প্রধানদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।খবর বাংলা ট্রিবিউনের।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
এ সময় উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং সচিব ড. মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন মঞ্জু জানান, ‘কপ সম্মেলনের আগে আগামী ১ ও ২ নভেম্বর স্বল্পোন্নত দেশগুলো প্রস্তুতি সভা এবং ৫ ও ৬ নভেম্বর জি-৭৭ ও চায়না গ্রুপের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ওই সভাগুলোও অংশ নেবে এবং প্যারিস চুক্তি বাস্তবায়ন ও এবারের কপ সম্মেলনে গ্রুপ সমূহের কর্মপন্থা প্রণয়নে ভূমিকা রাখবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু জানান, ‘বিশ্ব জলবায়ু তহবিল থেকে আগামী ২০১৫ থেকে ২০২০ সালে মধ্যে ১০ দশমিক ৪ বিলিয়ন ডলার ছাড়ার প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত গ্রিন ক্লাইমেট ফান্ড ১ দশমিক ২ বিলিয়ন অর্থায়নে সারা বিশ্বে ২৭টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে বাংলাদেশের একটি প্রকল্পে বরাদ্দ রয়েছে ৮০ মিলিয়ন ডলার। ’
তিনি আরও বলেন, ‘অত্যন্ত দক্ষতা এবং সততার সঙ্গে বাংলাদেশ এ অর্থ খরচ করছে। এই তহবিলের অর্থ খরচের জন্য বাংলাদেশ তার নিজের দক্ষতাও বাড়াচ্ছে। ’
এছাড়া আগামী ৪ নভেম্বর থেকে প্যারিস চুক্তি বাস্তবায়ন শুরু হবে বলেও জানান আনোয়ার হোসেন মঞ্জু।