গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ:
টেকনাফে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জেল হত্যা দিবস। এ উপলক্ষে ৩ নভেম্বর বৃহস্পতিবার টেকনাফ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মো. আলম বাহাদুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ,বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দীন, সাধারণ স¤পাদক আব্দুর রহমান বাহার, হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ স¤পাদক সিকদার, জেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম, টেকনাফ পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. এরফানসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী নেতাকর্মীরা।
সভায় বক্তারাবলেন, ইতিহাসের কলংকজনক জেল হত্যার শিকার জাতীয় চার নেতার কর্মময় জীবনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং অবিলম্বে জেল হত্যার সাথে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমুলক শান্তির দাবি করেন।