প্রজ্ঞানন্দ ভিক্ষু:
রামুতে নিখোঁজ পঞ্চম শ্রেণির ছাত্র মো. ফয়সালকে পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে রামুর স্বপ্নপুরী সড়কে তাকে পাওয়া যায়।
ফয়সালের ভগ্নিপতি রামু সেনানিবাসের সৈনিক আবদুল্লাহ আল মামুন বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য, রামুতে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ হয় বুধবার, ২ নভেম্বর। নিখোঁজ মোহাম্মদ ফয়সাল (১০) রামু ট্যালেন্ট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। বুধবার (২ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
বুধবার বিকালে বাড়িতে বোন আর ভগ্নিপতি ঘুমিয়ে পড়লে সবার চোখ ফাঁকি দিয়ে নৌকা বাইচ দেখার জন্য যায় ফয়সাল। সন্ধ্যা পর্যন্ত সে ফিরে না আসায় সবাই তাকে খোঁজাখুজি শুরু করে।
রাতে রামুর বিভিন্ন এলাকায় তার সন্ধান চেয়ে মাইকযোগেও প্রচারনা চালানো হয়। রাত সোয়া দশটা পর্যন্ত নিখোঁজ ফয়সালের সন্ধান মিলেনি।
তবে আগের দিন ফয়সাল কোথায় ছিল তা জানতে চাইলে আবদুল্লাহ আল মামুন বলেন, তাকে কে বা কারা নিয়ে যাওয়ার চেষ্ঠা করেছিল কিন্তু রামু চেচ্ছিপুল নামক জায়গায় তাকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে ফয়সাল চলে আসার পথে স্বপ্নপুরী সড়কে তাকে পাওয়া যায়।