নিজস্ব প্রতিবেদক, চকরিয়া।
কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে দায়িত্ব পাওয়া প্রিসাইডিং, সহকারি প্রিসাইডিং ও পুলিং কর্মকর্তাদের নিয়ে মঙ্গলবার চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় ২০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১৩০ জন সহকারি প্রিসাইডিং কর্মকর্তা ও ২৫০ জন পুলিং কর্মকর্তা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা ও চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন, চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খাঁন, চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।