সোয়েব সাঈদ/খালেদ হোসেন টাপু:
রামুতে বন্যার পানিতে ডুবে দু সহোদর শিশু প্রান হারিয়েছে। আজ বৃহস্পতিবার (৬জুলাই) বিকাল তিনটায় রামু উপজেলার উত্তর ফতেখাঁরকুল চালইন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে নিহতরা হলো ওই এলাকার কামাল হোছনের ছেলে মোঃ শাহিন (১০) ও মোঃ ফাহিম (৮)।
রামু থানার ওসি এম লিয়াকত আলী ও ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম দু সহোদরের মৃত্যুর বিষয়টি আমাদের রামু ডটকমকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে পানি বৃদ্ধি পাওয়ায় শিশু দুটি নানার বাড়িতে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিলো। পথিমধ্যে প্রবল স্রােতে তারা ভেসে যায়। স্থানীয়রা শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে।