আমাদের রামু রিপোর্ট :
আগামী ১২ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে সারা দেশে পাড়া-মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের যৌথসভায় এ আহ্বান জানান তিনি।
আগামী ১১ জুলাই বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস ও গুপ্তহত্যার প্রতিবাদে ১৪ দলের সন্ত্রাসবিরোধী সমাবেশ সফল করার লক্ষ্যে এ সভা হয়। এর আগে একই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাড়া-মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি করা হবে বলে জানান ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে প্রতিটি পাড়া-মহল্লায় সন্ত্রা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ‘সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ করার আহ্বান জানিয়েছেন। আপনারা সেই আহ্বানে সাড়া দিয়ে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করবেন।
আগামী ১২ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে সন্ত্রাস প্রতিরোধ কমিটি করার আহ্বান জানিয়ে নানক আরো বলেন, আর কমিটি করার সময় দেখবেন, যাতে লাউ-কদু, কদু-লাউ এক হয়ে না যায়। এটা যেন আমাদের (আওয়ামী লীগ) মধ্যেই সীমাবদ্ধ না থাকে। এতে জঙ্গি ও সন্ত্রাসবাদের মদদদাতা, পৃষ্ঠপোষক ব্যতীত সকল শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, ইমাম, পুরোহিত, সমাজের গণ্যমান্য ব্যক্তি থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করবেন।
যৌথ সভার সভাপতি মোহাম্মদ নাসিমও ১২ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে সন্ত্রাস প্রতিরোধ কমিটি করতে দলের নেতাদের প্রতি আহ্বান জানান।