রামুতে মেয়াদ উত্তীর্ণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য বিক্রি করায় মিষ্টি বিক্রেতা প্রতিষ্ঠান মধুবনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩ মে) সাড়ে ১২টায় রামু চৌমুহনী স্টেশনে রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে রামু চৌমুহনী স্টেশনের মিষ্টি বিক্রেতা প্রতিষ্ঠান মুধুবনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, রামু চৌমুহনী স্টেশনের মিষ্টি বিক্রেতা প্রতিষ্ঠান মধুবনে মেয়াদ উত্তীর্ণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য বিক্রি করা হচ্ছে। এ অভিযোগে বুধবার দুপুরে ওই মিষ্টি বিক্রেতা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে অভিযোগ প্রমাণিত হওয়ায়, মধুবনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করে দেয়া হয়।
উল্লেখ্য, সৌনিয়া বড়ুয়া নামের একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রামু চৌমুহনী স্টেশনের মধুবনে মেয়াদ উত্তীর্ণ দই বিক্রির কথা পোস্ট করেন। সোনিয়া বড়ুয়ার ওই পোষ্ট প্রশাসনের নজরে আসে। ওই অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালন করে মধুবনকে জরিমানা ও সতর্ক করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফাহমিদা মুস্তফা।