পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থানরত আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপিকে আবহা মাহাইলে গণসংবর্ধনা প্রদান করেছে ওখানে বসবাসরত কক্সবাজারের প্রবাসীরা। এ গণসংবর্ধনায় স্থানীয় সৌদিরা এমপি কমলকে সৌদি আরবের রাজকিয় পোশাক পরিয়ে সম্মানিত করেন।
সৌদি আরবের বঙ্গবন্ধু পরিষদ মাহাইল-আবহা শাখার সার্বিক সহযোগিতায় কক্সবাজার জেলা প্রবাসীর উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়া সৌদি আরবের জেদ্দা, মক্কা, খামিস, মোশায়েত শহরে এমপি কমলকে পৃথক গণ সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত করেন কক্সবাজার জেলার প্রবাসীরা।
সংবর্ধনা সভায় কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দিয়েছেন, আজ বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ। দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ আজকে শহরের মতো সুবিধা পাচ্ছেন। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামীতেও প্রবাসীদের জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার আহবান জানান তিনি। এমপি কমল বলেন দেশের উন্নয়নে প্রবাসীদেরও অনন্য অবদান রয়েছে। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো কষ্টার্জিত অর্থে সমাজ, শহরকেন্দ্রিক অর্থনীতি শক্তিশালী হচ্ছে। তিনি বলেন, বিগত সংসদ নির্বাচনে কক্সবাজার সদর, পৌরসভা, ঈদগাঁও এবং রামু উপজেলার অনেক প্রবাসী ভাই দেশে গিয়ে নির্বাচনে সহযোগিতা করেছিলেন। আশা করছি আগামী নির্বাচনেও আপনারা দেশে গিয়ে অথবা নিজ নিজ অবস্থানে থেকে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করতে সার্বিক সহযোগিতা করবেন।
সংবর্ধনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, কক্সবাজার সমিতি, রামু সমিতি, ঈদগাঁও সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং কক্সবাজারের হাজারো প্রবাসী উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে উট ও দুম্বার মেজবানে অংশ নেন উপস্থিত সকলে।
পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থানরত এমপি কমলের সফরসঙ্গী খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ বিদ্যুৎ মেম্বার ও কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এম সেলিম জানান- আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সৌদি আরবে পৌঁছলে কক্সবাজারের প্রবাসীরা আড়ম্বর আয়োজনে বিভিন্ন শহরে সংবর্ধনা সভার আয়োজন করছেন। এ ছাড়া তিনি সৌদি আরবে অবস্থানরত কক্সবাজারের প্রবাসীদের সাথে নির্বাচনী জনসংযোগ করছেন। তাঁরা জানান বর্তমানে এমপি কমল পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন। সেখানে প্রবাসীদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ করছেন।
উল্লেখ্য, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি পবিত্র ওমরাহ পালনে গত ২৭ এপ্রিল সৌদি আরব পৌঁছেন। পরদিন ওমরাহ পালন শেষে মদিনায় মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন। এরপর সৌদি আরবে বসবাসরত কক্সবাজারের প্রবাসী বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় যোগদেন এবং গণসংযোগ করেন। আগামী ০৮ মে রাতে জেদ্দা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দ্যেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।