রামুতে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ‘লাল সবুজের বাংলাদেশে শিশুর জীবন উঠুক হেসে’ এ স্লোগানে শনিবার (৬ মে) বিকাল ৩টায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, খেলাঘর সংগঠক ও কঁচিকাঁচা বন্ধুরা।
রামু কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গান, আবৃত্তি, আড্ডা, আলোচনা অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে কেন্দ্রীয় খেলাঘর আসরের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে, হিমছড়ি খেলাঘর আসর।
কক্সবাজার জেলা খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি সুবিমল পাল পান্না এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য ও রামু নব সৃজনী খেলাঘর আসরের সভাপতি মৃনাল বড়ুয়া, রামু প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।
হিমছড়ি খেলাঘর আসরের সভাপতি স্বপন বড়ুয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন, রামু হিমছড়ি খেলাঘর আসরের সহ-সভাপতি এড. উৎপল বড়ুয়া, রামু দরিয়া খেলাঘর আসরের সভাপতি মিনা মল্লিক, সিমুনিয়া খেলাঘর আসরের সাধারণ সম্পাদক উত্তম দত্ত, নব সৃজনী খেলাঘর আসরের সাংস্কৃতিক সম্পাদক নিরুপমা বড়ুয়া বেবী, রম্য খেলাঘর আসরের সংগঠক শিক্ষিকা শাপলা বড়ুয়া, হিমছড়ি খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সাংস্কৃতিক সম্পাদক রুবিনা পারভিন, খেলাঘর সংগঠক রাশেল করিম, কমল দাস, বিপ্লব দাশ প্রমূখ।
অনুষ্ঠানে আবৃত্তি ও গান পরিবেশন করেন, শিক্ষার্থী সীমা শর্মা, ইপ্তি মনি, অন্নি বড়ুয়া, চিত্রাংকি বড়ুয়া, অসিমা শর্মা।