শহিদুল ইসলাম, উখিয়া প্রতিনিধি
আমাদের রামু ডটকম:
কক্সবাজারের উখিয়ায় এক কলেজ ছাত্রী প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কলেজ ছাত্রী সালমা সুলতানা শিরিনের ভাই উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৯ টায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ভালুকিয়া কালার পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ভালুকিয়া কালার পাড়া গ্রামের মৃত খুইল্যা মিয়া সওদাগরের কন্যা ও উখিয়া ডিগ্রী কলেজের ১ম বর্ষের মানবিক বিভাগের ছাত্রী সালমা সুলতানা শিরিন এর সাথে একই গ্রামের শামশুল আলম এর ছেলে জসিম উদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে তাদের প্রেমের এই সম্পর্ক আরো গভীর হয়।
গত ২৫ ফেব্রুয়ারি জসিম উদ্দিন তার মোবাইল ফোন থেকে একটি ম্যাসেজ শিরিনের মোবাইলে পাঠালে সে বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়ে প্রেমিক জসিমের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাঁড়ি দেয়।
এদিকে কলেজ ছাত্রীর পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজে তাদের কন্যা শিরিনকে না পেয়ে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উখিয়া থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।