আমাদের রামু রিপোর্ট :
রামু সর্বজনীন কেন্দ্রীয় কালি মন্দিরের প্রধান পুরোহিত সজল ব্রাহ্মণ চৌধুরীর সহধর্মীনি রুমা ব্রাহ্মণ চৌধুরী (৩৬) পরলোক গমণ করেছেন। রোববার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় কালি মন্দিরস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুমা ব্রাহ্মণ চৌধুরী।
এর আগে তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে সন্তান ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী-শুভানুধ্যায়ী রেখে যান।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রামু কেন্দ্রীয় মহাশ্মশানে তাকে সমাহিত করা হয়েছে।
এদিকে, সজল ব্রাহ্মণ চৌধুরীর সহধর্মীনি রুমা ব্রাহ্মণ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানান রামু সর্বজনীন কেন্দ্রীয় কালি মন্দির পরিচালনা পরিষদ, রামকুট তীর্থধাম পরিচালনা পরিষদ, রামু উপজেলা শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিচালনা পরিষদ, শংকরমঠ গীতা প্রচার সংঘ, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদ, রামু সর্বজনীন কেন্দ্রীয় কালি মন্দির দূর্গা পূজা উদ্যাপন পরিষদ।
এছাড়াও একাধিক রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার শবদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
রামু সর্বজনীন কেন্দ্রীয় কালি মন্দিরের প্রধান পুরোহিত সজল ব্রাহ্মণ চৌধুরীর সহধর্মীনি রুমা ব্রাহ্মণ চৌধুরীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন আমাদের রামু পরিবার।
এছাড়া, কক্সবাজার- ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমও এক বিবৃতিতে তাদের শোক প্রকাশ করেন।